বন্ধুত্ব

লিখেছেন লিখেছেন ওমর ফারুক ওমানী ২০ জুলাই, ২০১৮, ০১:৫৪:২৯ রাত

মানুষ সামজিক জীব

মানব সৃষ্টির পর হতে দলবদ্ধভাবে বাস করা হতেই মানুষের ভাবাবেগ ও বন্ধুত্বের সূচনা যা আজও বিদ্যমান .এই ব্যস্ততার যুগেও মানুষ বন্ধু ছাড়া চলতে পারে না , হোক শিক্ষিত অথবা অক্ষরজ্ঞানহীন সবার কমবেশি বন্ধু আছে , প্রত্যেক বন্ধুদের নিজস্ব একটি সার্কেল থাকে , আর এই সার্কেলের থাকে একজন মধ্যমণি ...

আমরা যখনই সময় পাই বন্ধুদের সাথে গল্পগুজবে মেতে উঠি সেটা হোক কর্মস্থলে অথবা রেস্টুরেন্ট কিংবা অন্য যেকোন স্থানে , বন্ধু ছাড়াও যোগ দেন নতুন নতুন মানুষ .. পারিবারিক, আর্থিক, রাজনীতি , ধর্ম, ক্রীড়া, চলচ্চিত্র সহ এমন কোন বিষয নেই এখানে আলোচিত হয়না , আর এই আলোচনার ফাকে অনেক বন্ধু নিজের অজান্তে হারিয়ে ফেলে আপন স্বকীয়তা ও ব্যক্তিত্ব . ক্রমেই বন্ধুমহলে কমতে থাকে তার প্রয়োজনীয়তা, প্রায় সব বন্ধুকে এই বন্ধুকে এড়িয়ে চলতে দেখা যায় , তবে সংশ্লিষ্ট বন্ধু বুঝতে পারেন না কেন সবাই তাকে এড়িয়ে চলছে . তিনি হয়তো মনে করতে পারেন অর্থবিত্ত, যোগ্যতা কিংবা কোন স্বার্থের কারনে বাকী বন্ধুরা তার সাথে এই আচরন করছেন ..

আসলে তা নয় ..চলুন নীচের বিষয়গুলি একটু মন দিয়ে পড়ি এবং আমাদের প্রাত্যহিক জীবনে মিলিয়ে দেখার চেষ্টা করি তাহলে উত্তর পেয়ে যাবেন ...

১: মনে করুন আপনি ও আপনার বন্ধুরা ছোট হোক অথবা বড় হোক ব্যবসা অথবা চাকুরীতে নিয়োজিত :- কোন একজন বন্ধু অথবা কয়েকজন বন্ধুর সাথে প্রতিদিনের মতো আজও বসেছেন গল্পগুজব করতে , একটি গুরত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে আর সবার মতো আপনিও শ্রোতা ও বক্তা .. ঠিক এমন সময় আপনার মোবাইলে কল এলো আর আপনি হাতের ইশারায় যেকোন একজন বন্ধুকে আপনার প্রয়োজনীয়তার কথা বলে বিদায় নিলেন . এতে দোষের কিছু না থাকলেও আপনি যদি প্রায় সময় এরূপ আচরন করে থাকেন তাহলে ধরে নিতে পারেন আপনি বিরক্তকর বন্ধু হিসাবে খাতায় নাম লিখতে যাচ্ছেন .

২: আপনার কোন বন্ধু সম্প্রতি কক্সবাজার, বান্দরবন, চীন, থাইল্যান্ড অথবা ভারত ভ্রমন করে তার ভ্রমণের অভিজ্ঞতা শোনাচ্ছে , আপনার উচিত তার বর্ননা মন দিয়ে শোনা অথচ আপনি তা নাকরে উল্টো কবে কখন কোন জেলা অথবা দেশ ভ্রমন করেছেন তা জোর করে শোনাতে চাচ্ছেন যা তারা বহুবার শুনেছেন , আর আপনি যদি এরকম করে থাকেন তাহলে নিঃসন্দেহ বিরক্ত কর ব্ন্ধু হিসাবে আপনার নাম লেখা হয়ে গেছে ..

৩: আপনার কোন ব্ন্ধু নিজস্ব ভাষা তো বটেই, আঞ্চলিক ও বিশ্বের কয়েকটি ভাষায় কবিতা ও গান লিখতে পারদর্শী, প্রায় সময় সংবাদপত্র ও ইন্টারনেটে তার স্বরচিত কবিতা ও গান দেখা যায় . অথবা ইন্টারনেটে সুন্দর ও দুর্লভ ছবি ও নিবন্ধ আপলোড করেন আপনার ব্ন্ধু কোন কবিতা অথবা গান লিখলে তা যে কোন মাধ্যমে প্রকাশের আগে আপনাকেই দেখায়, আপনিও উনাকে উৎসাহ প্রদানে কার্পণ্য করেন না তবে উনার কবিতা অথবা গান আপনি পড়ার পর যখনই বলে উঠেন অমুকের লেখা কবিতা আমি পড়ি তমুক ভাই বড় কোম্পানীতে চাকরি করেন তিনি প্রতিদিন নতুন নতুন ছবি আপলোড করেন এক কথায় অপূর্ব .. এই কথা বলার অর্থ হলো আপনি নিজেকেই ছোট করলেন না আপনার বন্ধুর স্ক্রীন হতে নিজেকেই ডিলিট করে দিলেন ..

৪: বন্ধুমহলের কোন বন্ধুর ঘরে ভাল রান্না হয়েছে অথবা কোন বন্ধুর গাছ থেকে আম পেড়ে আনা হয়েছে . সবাই খুশিমনে গোগ্রাসে খাচ্ছে , ভাল রান্না অথবা আম খুব মিষ্টি এরূপ মন্তব্য করছে . আপনি হঠাৎ অভ্যাস অনুযায়ী মুখ ফসকে বলে উঠলেন, এটা কোন রান্না হলো ? এটা এমন কি মিষ্টি আম হলো ? সেদিন অমুক জায়গায় যে বিরিয়ানি খেয়েছি বা অমুক ভাইয়ের গাছের আমের কাছে এই আম কিছুই না, ওদের কাঁচা আমও এই আমের চেয়ে মিষ্টি .! আপনার মুখ থেকে এই মন্তব্য বের হওয়া মানে আপনি সৌজন্যতার সাথে সাথে বন্ধুত্বতাকেও খেয়ে ফেলেছেন ..

৫: আপনার কোন আত্মীয় কিংবা ব্ন্ধু একটি ফ্ল্যাট/প্লট অথবা একটি গাড়ি কিনেছেন বা কেনার জন্য মনস্থ করেছেন আর সে বিষয়টি আপনার সামনে উপস্থাপন করলেন , আপনি কোন কিছুই না বুঝে বলে উঠলেন "আরে ফ্ল্যাট বলো অথবা প্লট " মাসুদ সাহেব যে ফ্ল্যাটটি কিনেছেন তা এক কথায় অপূর্ব আর আমার দূর সম্পর্কের আত্মীয় রোকন সাহেবের গাড়িটি দেখার মতো ..আপনার এই উদৃতি বা রেফারেন্স আপনার স্বকীয়তাকে খর্ব করে .. ফলাফল আপনি বন্ধুত্বতাকে আধমরা করে ফেলেছেন ..

৬: আপনার ব্ন্ধু অথবা পড়শী বা আত্মীয়ের ভাই বিদেশে ভাল মানের চাকরি বা ব্যবসা করেন , সে প্রবাসী ভাই/বোন আপনার ব্ন্ধু/পড়শী/আত্মীয়র জন্য কোন উপহার অথবা ছবি পাঠাল আপনাকে দেখানো হয় , এখানেও আপনি লজ্জা শরমের মাথা খেয়ে স্বভাবসুলভ উদৃতি বা রেফারেন্স দিলেন, গত সপ্তাহে আমার ভাতিজা আমার ভাবীর জন্য সিডনী হতে উপহার/ছবি পাঠিয়েছে .. আর এই কথাটি বলার অর্থ হলো "এবার আপনি আপনার বন্ধুত্বতাকে সত্যি সত্যি মেরেই ফেলেছেন ....

৬: আপনি কোন জটিল সমস্যায় পড়ে কোন ব্ন্ধু অথবা বন্ধুদের শরনাপন্ন হয়েছেন .. ব্ন্ধু অথবা বন্ধুগণ আপনাকে উপযুক্ত সমধান বাতলে দিলো . আপনিও সন্তুষ্ট মনে ঘরে ফিরলেন পরে দেখা গেল উক্ত সমস্যা সমাধানের বদলে আরো জটিল হয়ে গিয়েছে . আপনার ব্ন্ধু অথবা বন্ধুরা খোঁজ নিয়ে জানতে পারলেন তারা যে পরামর্শ আপনাকে দিয়েছিলেন তা না করে অপরিচিত অথবা নতুন বন্ধুর পরামর্শে সমাধান করতে চেয়েছিলেন তাই এ হিতে বিপরীত .. আপনি যদি এ ধরনের কাজ করে থাকেন তাহলে ধরে নিতে হবে বন্ধুমহলে আপনার কফিনে শেষ পেরেকটি টুকিযে ফেলেছেন ..

উপরোক্ত সমস্যাগুলি যদি আপনার মাঝে দেখা যায় মনে করতে হবে আপনি হিংসা, লোভ ও পরশ্রীকাতরতায় ভুগছেন .. না পাবার বেদনা অথবা পেয়েও হারানোর কষ্ট আপনি ভুলতে পারছেন না .বন্ধুত্ব বা আত্মীয়তা একটি সামাজিক বন্ধন, তাই এটিকে টিকিয়ে রাখতে সংযমী হোন ..উদৃতি বা রেফারেন্স পরিহার করুন .... বন্ধুত্বতা আমরন অটুট রাখুন ...

বিষয়: বিবিধ

৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File